খাগড়াছড়ির মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে মানবিক সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে এই সেবা দেওয়া হয়।
সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সরবরাহ করা হয়। এ সময় জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানান রোগের চিকিৎসা দেওয়া হয়।
মহালছড়ি জোনের আরএমও ক্যাপ্টেন অতনু বিশ্বাস জানান, ভবিষ্যতেও এই ধরনের চিকিৎসা সহায়তা অব্যাহত থাকবে।
এডি/এএটি