যশোর: হাসপাতালের ভেতর থেকে মাদকসহ যশোরে শাহিনুর ইসলাম (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত আড়াইটার দিকে যশোর জেনারেল হাসপাতালে এই ঘটনা ঘটে।
আটক শাহিনুর ইসলাম যশোর শহরের ষষ্ঠিতলার ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া এবং সহিউদ্দিনের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গভীর রাতে মোটরসাইকেল গ্যারেজের ভেতর গাঁজা ও ইয়াবা সেবনের সময় শাহিনুরকে আটক করেন কর্তব্যরত প্রহরীরা।
এসময় তার কাছ থেকে দুই পোটলা গাঁজা, এক পিস ইয়াবা, একটি ডিসোপ্যান ট্যাবলেট, ফয়েল পেপার, একটি হাতুড়ি, স্ক্রুড্রাইভার, কাঁচি ও কলকেসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
এসএইচ