ঢাকা, বুধবার, ১২ ভাদ্র ১৪৩২, ২৭ আগস্ট ২০২৫, ০৩ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-সংরক্ষণ, পরিবহন-বিক্রয়ে নিষিদ্ধের ঘোষণা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, আগস্ট ২৭, ২০২৫
অবৈধভাবে বালু-পাথর উত্তোলন-সংরক্ষণ, পরিবহন-বিক্রয়ে নিষিদ্ধের ঘোষণা

অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন এবং বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট জেলা প্রশাসন।  সিলেট জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম মঙ্গলবার (২৬ আগস্ট) এই নির্দেশনা জারি করেন।

বুধবার (২৭ আগস্ট) থেকে কার্যকর হবে এ সিদ্ধান্ত।  

জেলা প্রশাসকের এই নির্দেশনায় উল্লেখ করা হয়, ‌সাম্প্রতিক সময়ে সিলেট জেলার সীমান্তবর্তী উপজেলাগুলোর প্রাকৃতিক সম্পদ ও পর্যটন সম্ভাবনাময় এলাকা হতে কতিপয় ব্যক্তি অবৈধভাবে বালু পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, লুন্ঠন ও পাচারের সাথে জড়িত রয়েছেন এবং যেহেতু প্রাকৃতিক বিপর্যয়সহ পর্যটন সম্ভাবনাময় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেহেতু সিলেট জেলায় অবৈধভাবে বালু, পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন সম্পূর্ণ রূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। আদেশ অমান্য করে অবৈধভাবে বালু, পাথর উত্তোলন, সংরক্ষণ, পরিবহন, বিক্রয়কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ আদেশ সরকারি আদেশ হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।