ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আসামি রওশন আলীর মুক্তি দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৮, আগস্ট ২৬, ২০২৫
কাজী আরেফ হত্যা মামলায় ফাঁসির আসামি রওশন আলীর মুক্তি দাবিতে মানববন্ধন

মেহেরপুর: জাসদের কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফসহ দলটির কেন্দ্রীয় পাঁচ নেতা হত্যা মামলার ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি রওশন আলীর নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনী উপজেলা পরিষদ গেটে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এই মানববন্ধন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন রওশন আলীর ছেলে আমির হামজা সবুজ। মানবন্ধনে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

১৯৯৯ সালের ১৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী এক জনসভা চলাকালে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ও বোমা হামলা করে।  

ঘটনাস্থলে নিহত হন জাসদের কেন্দ্রীয় সভাপতি কাজী আরেফ আহমেদ, কুষ্টিয়া জেলা জাসদের সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইয়াকুব আলী, স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন ও সমশের মন্ডল।  

ওই দিনই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করে।  

চঞ্চল্যকর এই হত্যাকান্ডের সাড়ে পাঁচ বছর পর ২০০৪ সালের ৩০ আগস্ট কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালত ১০ আসামির ফাঁসি ও ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।  

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ আপিল করলে ২০০৮ সালের ৫ আগস্ট হাইকোর্ট রওশন আলীসহ নয় জনের ফাঁসির আদেশ বহাল রাখেন। এদের মধ্যে একজনকে খালাস দেন। এছাড়া ১২ জনের সাজা মওকুফ করেন।  

রায় ঘোষণার সময় মামলার এজাহারভুক্ত ১৯ নম্বর আসামি রওশন আলী পলাতক ছিলেন। পরে তাকে ২০২১ সালের ১৬ আগস্ট রাজশাহী থেকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে রওশন আলী যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।  

পরিবারের দাবি আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে তৎকালীন সময়ে কাজিপুর ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক রওশন আলীকে এই মামলায় ফাঁসানো হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।