সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ভুয়া কাগজপত্র উপস্থাপন করে ভোটার হতে এসে এক রোহিঙ্গা দম্পতি আটক হয়েছেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে কামারখন্দ নির্বাচন অফিসে ভোটার হতে এলে তাদের আটক করা হয়।
আটক দম্পতি হলেন- কক্সবাজার উখিয়া টেংখালি রোহিঙ্গা ক্যাম্প-১২ এলাকার লাল মোহাম্মদের ছেলে মো. আনিস (৩৮) ও তার স্ত্রী রোকেয়া বেগম (৩৬)।
কামারখন্দ উপজেলা নির্বাচন অফিসার মো. মাসুদ রানা বলেন, নিজেদের কামারখন্দ উপজেলার বানিয়াগাঁতী এলাকার বাসিন্দা উল্লেখ করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে অনলাইনে ভোটার হওয়ার আবেদন করেন ওই দম্পতি।
এরপর সোমবার তারা ভোটার হতে নির্বাচন অফিসে আসেন। তাদের কথাবার্তায় সন্দেহ হওয়ায় কাগজপত্র যাচাই-বাছাই করে ভুয়া প্রমাণ হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নিয়ে গেলে তাদের পুলিশে সোপর্দ করেন তিনি।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ বলেন, আটক দম্পতি টেংখালী ক্যাম্প-১২ জি-৪ থেকে এসেছেন বলে স্বীকার করেছেন। তাদের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এসআই