ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

দুদকের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে: আলি আকবার আজিজী 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, আগস্ট ২৫, ২০২৫
দুদকের বিরুদ্ধে অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে: আলি আকবার আজিজী  টাঙ্গাইলে দুদকের গণশুনানি হয়েছে

টাঙ্গাইল: দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেছেন, দুদকের বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত করতে গিয়ে অনেকের বিরুদ্ধে অভিযোগ আসে, তাই আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের শিল্পকলা একাডেমিতে গণশুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিনি জেলার প্রায় ৬০ জনের অভিযোগ শোনেন। এসময় তিনি অনেকের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা জানান ও কিছু সমস্যার সমাধানও করেন।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে গণশুনানিতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।