ঢাকা, সোমবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৫ আগস্ট ২০২৫, ০১ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

মাগুরায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের বারান্দায় ককটেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০৬, আগস্ট ২৫, ২০২৫
মাগুরায় আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের বারান্দায় ককটেল

মাগুরা: ভায়নার মোড়ে আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাবের বারান্দায় অবিস্ফোরিত দুটি ককটেল পাওয়া গিয়েছে।  
 
রোববার (২৪ আগস্ট) দিনগত রাতে ককটেল দুটি পাওয়া যায়।

মাগুরার ভাইনার মোড় পৌরসভা মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আরাফাত রহমান কোকো স্পোর্টিং ক্লাব। এর বারান্দায় লাল স্কচটেপ দিয়ে মোড়ানো দুটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান স্থানীয়রা। সাথে সাথে তারা পুলিশকে জানান।  

মাগুরা সদর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আইয়ুব আলী বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।