‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী’ কার্যকলাপের জন্য গাইবান্ধায় বিএনপি নেতা নাহিদুজ্জামান নিশাদকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপের জন্য গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি নাহিদুজ্জামান নিশাদকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এখন থেকে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
সন্ধ্যায় এ বিষয়ে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি মঈনুল হাসান সাদিক বলেন, এ সংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছি।
এসআরএস