ঢাকা, শনিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৩ আগস্ট ২০২৫, ২৮ সফর ১৪৪৭

সারাদেশ

নারায়ণগঞ্জে জামদানি পল্লী পরিদর্শন উপদেষ্টা ফরিদা আখতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৪, আগস্ট ২৩, ২০২৫
নারায়ণগঞ্জে জামদানি পল্লী পরিদর্শন উপদেষ্টা ফরিদা আখতার নারায়ণগঞ্জে জামদানি পল্লী পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারগাঁ, কাজিপাড়া ও গঙ্গাপুরে এবং রূপগঞ্জের তারাব পৌরসভায় জামদানি পল্লী পরিদর্শন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে জামদানি পল্লী পরিদর্শনে নারায়ণগঞ্জে আসেন তিনি।

প্রথমে সোনারগাঁয়ে এবং পরবর্তীতে রূপগঞ্জের তারাব এলাকায় জামদানি পল্লী পরিদর্শনে যান তিনি।

জামদানি পল্লীতে উপদেষ্টা ফরিদা আখতারকে স্থানীয় জামদানি সমিতির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। জামদানি পল্লীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন উপদেষ্টা।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান প্রমুখ।

এমআরপি/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।