দেশের চার সমুদ্র বন্দরে ৩ এবং নৌ বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত এখনও বহাল রয়েছে।
টানা তিনদিন ধরে বৈরী আবহাওয়ার কারণে উত্তাল ভোলার নদ-নদী।
অন্যদিকে পানি বেড়ে প্লাবিত হয়েছে বাঁধের বাইরের নিচু এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে হাজারো মানুষ।
ভোলা-লক্ষ্মীপুর, হাতিয়া-ঢাকা ও দৌলতখান-আলেকজেন্ডার রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় ভোলার ইলিশা ঘাটে যাত্রীদের কোলাহল নেই। ঘাটে বিরাজ করছে সুনশান নিরবতা।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৈরী আবহাওয়ায় মেঘনার পানি দৌলতখান পয়েন্টে বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার এবং তজুমদ্দিন পয়েন্টে ৮০ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। ফলে বাঁধের বাইরে নিচু এলাকা প্লাবিত হয়েছে।
ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক রিয়াদ হোসেন জানান, সতর্কতা সংকেত নামিয়ে দেওয়া হলে পুনরায় লঞ্চ চলাচল শুরু হবে।
তবে আবহাওয়া অধিদপ্তর বলছে বৈরী আবহাওয়া আরও দুই/তিনদিন এ অবস্থায় থাকতে পারে।
আরএ