রাষ্ট্রীয় সংস্থা দুর্নীতি দমন কমিশন (দুদক) সাদাপাথরের আসল লুটকারীদের আড়াল করার চেষ্টা করছে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের নেতারা। সাদাপাথর নিয়ে দুদকের রিপোর্টকে তারা একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপি সিলেটের নেতারা এ অভিযোগ করেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা ও মহানগরের নেতাদের অভিযোগ, সাদাপাথর নিয়ে রাষ্ট্রীয় সংস্থা দুদকের রিপোর্ট একপাক্ষিক, উদ্দেশ্যপ্রণোদিত এবং প্রকৃত অপরাধীদের আড়াল করার একটি চেষ্টার অংশ।
তারা বলেন, দুদকের বরাতে সংবাদমাধ্যমগুলো সম্মানহানিকর রিপোর্ট প্রকাশ করেছে। সাদাপাথর লুটে দুর্নীতি দমন কমিশন-দুদকের তালিকায় নাম আসার সত্যতা যাচাই করা হয়নি, এটা উদ্বেগজনক।
লিখিত বক্তব্য পড়ে শোনান এনসিপি সিলেট জেলার প্রধান সমন্বয়ক নাজিম উদ্দীন সাহান। এ সময় তার সঙ্গে ছিলেন সিলেট মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
লিখিত বক্তব্যে বলা হয়—গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম যুক্ত করে পাথর লুটপাটের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়েছে। এই প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি কথিত রেফারেন্স থাকলেও তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ, প্রমাণ বা তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়নি। এই উপস্থাপনাটি একপাক্ষিক, তথ্যবিচ্যুত এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। এই প্রতিবেদন পাথর লুটের মূল কালপ্রিটদের আড়াল করার একটি প্রক্রিয়া।
এতে আরও বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম। এর জন্ম ২০২৪ সালের ২৪ জুলাইয়ের গণআন্দোলনের মধ্য দিয়ে। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই দলটি কাজ করছে। তারা কোনোভাবেই সাদা পাথর সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত নন। এই পাথর সংক্রান্ত কোনো কার্যক্রমে তাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো পক্ষ আমাদের জড়িত প্রমাণ করতে না পারে, তবে অবশ্যই তারা দুঃখপ্রকাশ করবে, অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।
এনসিপি সিলেটের নেতারা বলেন—এনসিপির রাজনৈতিক চাওয়া বাংলাদেশে দুর্নীতিবাজ, লুটেরা ও ক্ষমতার অপব্যবহারকারীদের নয়—বরং দেশপ্রেমিক, সাহসী ও সৎ মানুষরাই নেতৃত্বে থাকবে। এ ছাড়া এনসিপি সিলেট জেলা ও মহানগর স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অধিকার রক্ষায় অবিচল, দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ এবং ষড়যন্ত্র, অপপ্রচার ও অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—জেলার যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, যুগ্ম সমন্বয়ক সালমান খুর্শেদ, জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ, এনসিপি মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নুরুল হক, যুগ্ম সমন্বয়ক তারেক আহমদ বিলাস, যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, যুগ্ম সমন্বয়ক নাঈম শেহজাদ, সদস্য মো. নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, সদস্য ফুয়াদ আহমদ, যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক মাহবুব রহমান তাসলিম, জেলা সদস্য সাবের চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সদস্য মো. জামিল আহমদ, শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক মাঈন উদ্দীন, লোকমান হোসেন প্রমুখ।
এনইউ/এমইউএম