ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

সারাদেশ

টেকনাফে মানব পাচার চক্রের দুই গডফাদার গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৩, আগস্ট ২০, ২০২৫
টেকনাফে মানব পাচার চক্রের দুই গডফাদার গ্রেপ্তার দুই মানবপাচারকারী

টেকনাফে বিশেষ অভিযানে দুই মানব পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।

 

এর আগে সোমবার রাতে স্থানীয় একটি চক্রের এই দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-টেকনাফের নাইট্যং পাড়া এলাকার হাবিবুর রহমানের ছেলে শামসুল আলম (৪৫) ও আব্দুল জব্বারের ছেলে আলমগীর হোসেন জাবেদ (৩৫)। তারা দীর্ঘদিন ধরে মাদক ও মানবপাচার করে আসছেন। এলাকায় তারা অবৈধ মাদকের টাকায় প্রভাব বিস্তার ও নিরীহ লোকজনকে জিম্মি করে অপরাধ কর্মকাণ্ড করে আসছেন।  

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।