মাগুরা: সেনাবাহিনীর অভিযানে মাগুরার শ্রীপুর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি আমতল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
বুধবার (২০ আগস্ট) উপজেলার আমতল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে একটি রিভলভার, দুটি এমোনিশন আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলাসহ শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এসএইচ