ঢাকা, বুধবার, ৫ ভাদ্র ১৪৩২, ২০ আগস্ট ২০২৫, ২৫ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

ডিস্ট্রিক করসপেন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, আগস্ট ২০, ২০২৫
মাগুরায় আগ্নেয়াস্ত্রসহ একজন গ্রেপ্তার

মাগুরা: সেনাবাহিনীর অভিযানে মাগুরার শ্রীপুর উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ মোহাম্মদ রফিকুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছে যৌথ বাহিনী। তিনি আমতল গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

বুধবার (২০ আগস্ট) উপজেলার আমতল গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, অভিযান পরিচালনা করে একটি রিভলভার, দুটি এমোনিশন আগ্নেয়াস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আটকের বিরুদ্ধে মামলাসহ শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।  

এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।