নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার কার্যনির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম মিন্টু অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নতুন সম্পাদক এবং খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরামের সভাপতি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারে এক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতি মনিরুল ইসলাম রোহান বলেন, খুলনা বিভাগীয় সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি নির্বাচিত হওয়ায় তৌহিদুল ইসলাম মিন্টু ভাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তার নেতৃত্বে সাংবাদিকতা ও তথ্যপ্রচারের মান আরও উন্নত হবে বলে আমরা আশা করি।
সংবর্ধিত অতিথি তৌহিদুল ইসলাম মিন্টু তার অনুভূতি প্রকাশ করে বলেন, আপনাদের এই আন্তরিক সমর্থন ও শুভেচ্ছা আমার জন্য গৌরবের বিষয়। আমি চেষ্টা করব সাংবাদিকতার মানোন্নয়ন ও তথ্যপ্রচারে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে।
এ সময় তিনি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরিফুল ইসলাম বিলু, কার্যনির্বাহী সদস্য আমিনূর রহমান, সাধারণ সম্পাদক নূর আলম শেখ, সহ-সভাপতি হাসান শাফিঈ, সাংগঠনিক সম্পাদক এস এম বদরুল আলম, কোষাধ্যক্ষ আকাশ মনি, দপ্তর সম্পাদক রেজাউল করিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিদুল ইসলাম, সদস্য সুমন, শাফিন মোল্যাসহ অন্যান্য নেতারা।
সংবর্ধনা অনুষ্ঠানে নড়াইল জেলা সাংবাদিক ইউনিটি-ঢাকার নেতারা ও সদস্যরা আনন্দ ও উচ্ছ্বাসের সঙ্গে উপস্থিত থেকে তৌহিদুল ইসলাম মিন্টুর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন।
** বাংলানিউজের সম্পাদক হলেন তৌহিদুল ইসলাম মিন্টু
এসআরএস