গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন মরকুন এলাকায় একটি স্কুল মাঠ থেকে ১৫ রাউন্ড গুলিসহ একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে রিভলবারটি উদ্ধার করা হয়।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, টঙ্গী পূর্ব থানাধীন মরকুন উচ্চ বিদ্যালয় মাঠে কয়েকজন কিশোর খেলাধুলা করছিল। এক পর্যায়ে তারা মাঠের একপাশে বসার স্লাবের ওপর ১৫ রাউন্ড গুলি ও একটি রিভলবার দেখতে পায়। পরে তারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৫ রাউন্ড গুলিসহ রিভলবারটি উদ্ধার করে। রিভলভারটি কে বা কারা ওই স্থানে রেখে গেছে তা জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরএস/এএটি