ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

সারাদেশ

কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, আগস্ট ১৫, ২০২৫
কনটেন্ট ক্রিয়েটর কাফির মানহানির অভিযোগে মামলা   এবিএম হাবিবুর রহমান কাফি

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে দুই জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ওই মামলা করেন কনটেন্ট ক্রিয়েটর কাফি নিজে।

 

সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. গোলাম ফারুক অভিযোগ তদন্ত করে প্রতিবেদন মা দেয়াড় জন্য কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।  

মামলার বিবাদীরা হলেন, ঝালকাঠি পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাওন আকন ও বাগেরহাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নাহিদ।

মামলার বরাতে আইনজীবী সাইদুর রহমান সোহেল জানান, শাওন আকন তার ফেসবুক পেইজ ভাইডি থেকে গত ১২ আগস্ট কাফির ছবি এডিট করে অশ্লীল ভিডিও তৈরি করে প্রচার করে। একই দিন নাহিদ তার ফেসবুক পেজ উজান টিভিতে একইভাবে অশ্লীল ভিডিও প্রচার করে। ওই ভিডিও প্রচারের পর বিভিন্ন জনের ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে শেয়ার করে বাদী কাফিকে হুমকি দিয়ে মান সম্মান ক্ষুণ্ন করে।

আদালতের বেঞ্চ সহকারী নাজমুল হাসান বলেন, ফেসবুকে অপপ্রচার করে বাদীর মান সম্মান ক্ষুন্ন করে ও টাকা দাবির অভিযোগের নালিশি মামলা তদন্ত করে প্রতিবেদন জমা দেয়াড় জন্য কলাপাড়া ওসিকে নির্দেশ দিয়েছেন।  

কনটেন্ট ক্রিয়েটর এবিএম হাবিবুর রহমান কাফি বলেন, ফেসবুকে তার মানহানিকর ভিডিও প্রচারের অভিযোগে দুইজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।