ঢাকা, শুক্রবার, ৩১ শ্রাবণ ১৪৩২, ১৫ আগস্ট ২০২৫, ২০ সফর ১৪৪৭

সারাদেশ

২ দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, আগস্ট ১৫, ২০২৫
২ দিন পর ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু

ভোলা: নদী ও সমুদ্র বন্দরে স্থানীয় সতর্কতা সংকেত নামিয়ে দেওয়ায় ভোলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

দুদিন বন্ধ থাকার পর শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার ১০ রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

এতে যাত্রীরা গন্তব্যের উদ্দেশ্যে ঘাটে ভিড় জমিয়েছেন।

সকাল থেকে ভোলা-লক্ষীপুরসহ ১০ রুটে ভোলা লঞ্চঘাট থেকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীদের ভিড় বাড়ছে ঘাটগুলোতে।

ভোলা নৌবন্দরের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, সতর্কতা সংকেত নামিয়ে দেওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এদিকে নদ-নদীর পানি বাড়ায় এখনও উত্তাল রয়েছে উপকূলের জলসীমা।

এর আগে গত বুধবার সমুদ্র বন্দরে ৩ এবং নৌ বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি ছিল। এজন্য বন্ধ রাখা হয় লঞ্চ চলাচল।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।