নাটোরের লালপুরে পদ্মা নদীতে গোসলে নেমে মো. রাব্বানি (১২) ও মো. ফরিদ আলী (১২) নামে মাদরাসা দুই ছাত্র নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ২টার সময় উপজেলার নওপাড়া এলাকায় ঘটনা ঘটে।
নিখোঁজ রাব্বানি ময়মনসিংহ জেলার বাসিন্দা মো. রবিন আলীর ছেলে ও ফরিদ আলী লালপুর উপজেলার নওপাড়া গ্রামের মো. সাইফুল ইসলামের ছেলে। তারা দু'জনই উপজেলার নওপাড়া হাজী আফছার আলী মদিনাতুলন উলুম হাফিজিয়া মাদরাসার ছাত্র। এরমধ্যে রাব্বানি তার নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশুনা করে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরএ