ঢাকা, বৃহস্পতিবার, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৪ আগস্ট ২০২৫, ১৯ সফর ১৪৪৭

সারাদেশ

রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরী গড়ে তোলা হবে: জেলা প্রশাসক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, আগস্ট ১৪, ২০২৫
রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরী গড়ে তোলা হবে: জেলা প্রশাসক পৌরসভা মিলনায়তনে প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।

রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরী গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পৌর শহরে গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা, পৌর প্রাঙ্গণে স্থায়ী মঞ্চ নির্মাণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, শহরে প্রবেশমুখে ডাম্পিং স্টেশন ও ময়লার ভাগাড় সমস্যার সমাধান এসব ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সবার সহযোগিতার আশা ব্যক্ত করেন।

এছাড়া পর্যটন শহরে বর্তমানে নতুন করে শৌচাগার নির্মাণের আগে বিগত সময়ে নির্মিত ৭০টি শৌচাগার উদ্ধার ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।

কর্মশালায় পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন ও পৌরসভার সচিব এবং ইয়াছিনুল ইসলাম।

কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।