রাঙামাটি শহরকে পর্যটনবান্ধব আধুনিক নগরী গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ মারুফ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত পৌরসভা কেন্দ্রিক পৌরবাসীর ভাবনা, প্রাপ্তি ও প্রত্যাশা বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পৌর শহরে গরুর অবাধ বিচরণ নিয়ন্ত্রণ, পরিবেশ রক্ষায় ট্যুরিস্ট পুলিশের কার্যকর ভূমিকা, পৌর প্রাঙ্গণে স্থায়ী মঞ্চ নির্মাণ, ফিসারি বাঁধের সৌন্দর্য রক্ষা ও ট্রাফিক নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্তকরণ, শহরে প্রবেশমুখে ডাম্পিং স্টেশন ও ময়লার ভাগাড় সমস্যার সমাধান এসব ইস্যুতে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও সবার সহযোগিতার আশা ব্যক্ত করেন।
এছাড়া পর্যটন শহরে বর্তমানে নতুন করে শৌচাগার নির্মাণের আগে বিগত সময়ে নির্মিত ৭০টি শৌচাগার উদ্ধার ও রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষায় সবার সহযোগিতা কামনা করেন তিনি।
কর্মশালায় পৌর প্রশাসক মো. মোবারক হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন- রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোসাইন ও পৌরসভার সচিব এবং ইয়াছিনুল ইসলাম।
কর্মশালায় বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন।
আরএ