কুমিল্লা: পরিবেশ রক্ষায় সবুজের বার্তা ছড়িয়ে দিতে বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা শাখার উদ্যোগে প্রায় শতাধিক শিক্ষার্থীর মধ্যে লেবু গাছের গুটি কলম চারা বিতরণ করা হয়েছে।
“ফলবৃক্ষ করবো চাষ, কাটব না আর একটি গাছ” এ স্লোগানকে ধারণ করে বুধবার (১৩ আগস্ট) সকালে কুমিল্লা শহরতলীর শাসনগাছা নলেজ কেয়ার একাডেমির শিক্ষার্থীদের মধ্যে এসব চারা বিতরণ করা হয়।
বসুন্ধরা শুভসংঘ কুমিল্লা জেলা শাখার সভাপতি সাংবাদিক জাহিদ পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম মহিউদ্দিনের পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন গোমেতী সংবাদের সম্পাদক ও বসুন্ধরা শুভসংঘের কুমিল্লা শাখার উপদেষ্টা মোবারক হোসেন, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা প্রতিনিধি ও উপদেষ্টা মহিউদ্দিন মোল্লা এবং নলেজ কেয়ার একাডেমির পরিচালক মো. আবদুস সালাম।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- বসুন্ধরা শুভসংঘের সদস্য সুমন পাটোয়ারী, তাহসিন ও সাইফুল।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, বৃক্ষরোপণ শুধু গাছ লাগানো নয় বরং এটি একটি পরিবেশগত দায়িত্ববোধের প্রতীক। পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা প্রত্যেকে ফলদ, বনজ ও ওষুধি গাছের অন্তত দুটি করে চারা রোপণ করব।
শিক্ষার্থীদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে তোমাদের এগিয়ে আসতে হবে। বাড়ির উঠান বা বাসার ছাদে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।
বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ইতিবাচক সমাজ গঠনে কাজ করে যাচ্ছে বসুন্ধরা শুভসংঘ। সংগঠনটি পরিবেশবান্ধব কার্যক্রমসহ মানবসেবায় বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে যাক এবং মানবসেবাই হোক একমাত্র লক্ষ্য।
এসআই