মেহেরপুর: ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন চালক সেলিম রেজা।
তিনি মেহেরপুর সদর উপজেলার সাহেবপুর গ্রামের গোরস্থানপাড়ার আক্তার মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দীন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সেলিম রেজা নিজের ইজিবাইকে চার্জ দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হলে মূমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এসএইচ