ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি তরুণ, পতাকা বৈঠকে ফেরত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৯, আগস্ট ৮, ২০২৫
সীমান্তে ছবি তুলতে গিয়ে বিএসএফের হাতে আটক ২ বাংলাদেশি তরুণ, পতাকা বৈঠকে ফেরত সীমান্তে ছবি তুলতে গিয়ে আটক দুই বাংলাদেশি তরুণকে ফেরত দিয়েছে বিএসএফ

পঞ্চগড়: পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সীমান্তে আত্মীয়কে নিয়ে ঘুরতে গিয়ে ভুল করে ভারতের সীমানায় ঢুকে পড়া দুই বাংলাদেশি তরুণকে আটক করার ফেরত দিয়েছে বিএসএফ।  

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় তারা আটক হন।

পরে বিজিবির সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর তাদের ফেরত দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

ওই দুই তরুণ হলেন-পঞ্চগড় সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের ফুটকিবাড়ি এলাকার রহিদুল ইসলামের ছেলে রাজিব হোসেন (১৪) এবং নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার সানোয়ার হোসেনের ছেলে রিয়াদুল ইসলাম (১৮)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজিব ও তার আত্মীয় রিয়াদুল সীমান্ত এলাকায় ঘুরতে যান এবং ছবি তোলার সময় অসাবধানতাবশত মেইন পিলার ৪২১-এর ৭ নম্বর সাব পিলার অতিক্রম করে ভারতের আমতলী এলাকায় প্রায় ২০ গজ ভেতরে ঢুকে পড়েন। কাঁটাতারের বেড়া না থাকায় তারা বুঝতে পারেননি যে তারা সীমান্ত অতিক্রম করছেন। এ সময় বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের চান্দাপাড়া ক্যাম্পের একটি টহল দল তাদের আটক করে।

বিএসএফ পরে বিষয়টি বিজিবি কর্তৃপক্ষকে জানায়। পরিচয় যাচাইয়ের পর বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শেখপাড়া সীমান্ত এলাকায় মেইন পিলার ৪২১-এর ১১ নম্বর সাব পিলার সংলগ্ন স্থানে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠক শেষে দুই তরুণকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাতে পঞ্চগড় সদর থানার মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে গড়িনাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু বাংলানিউজকে বলেন, আমার ইউনিয়নের এক বাসিন্দার বাড়িতে নাটোর থেকে এক আত্মীয় এসেছিলেন। তারা সীমান্ত এলাকায় ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হয়। বিষয়টি জানার পর বিজিবির সঙ্গে যোগাযোগ করি। পরে পতাকা বৈঠকে তাদের ফেরত আনা হয়।

এ প্রসঙ্গে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, অবৈধভাবে সীমান্ত পার হওয়া একটি গুরুতর বিষয়। আমরা স্থানীয় জনগণকে সব সময় এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই। তবে এ দুই তরুণের বয়স কম এবং তারা অনিচ্ছাকৃতভাবে সীমান্ত অতিক্রম করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।