ঢাকা, শুক্রবার, ২৪ শ্রাবণ ১৪৩২, ০৮ আগস্ট ২০২৫, ১৩ সফর ১৪৪৭

সারাদেশ

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, আগস্ট ৮, ২০২৫
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ ম্যাপ

বরগুনার আমতলী উপজেলায় প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যানের জেরে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার (৫ আগস্ট) সকালে প্রাইভেট পড়তে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে ওই কিশোরী।

নিখোঁজ হওয়ার তিনদিন পর বৃহস্পতিবার (৭ আগস্ট) ছাত্রীর বাবা বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আমতলী উপজেলার পূর্ব কেওয়াবুনিয়া গ্রামের রবিউল (২৩) নামে এক যুবক দীর্ঘদিন ধরে ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। ছাত্রীটি তা প্রত্যাখ্যান করলে রবিউল তাকে নিয়মিত উত্ত্যক্ত করতে থাকেন। বিষয়টি জানিয়ে ছাত্রীটি পরিবারের কাছে অভিযোগ করলে, তার বাবা রবিউলের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং এ ধরনের আচরণ বন্ধ করার অনুরোধ জানান।

অভিযোগে আরও বলা হয়, ঘটনার প্রতিশোধ নিতে ৫ আগস্ট সকালে ছাত্রীটি প্রাইভেট পড়তে যাওয়ার পথে বাড়ির সামনে পাকা রাস্তায় রবিউল ও তার বন্ধু আরিয়ান গাজী জোরপূর্বক তাকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

নিখোঁজ ছাত্রীর বাবা বলেন, ঘটনার পর তিনি রবিউলের পরিবারকে বিষয়টি জানিয়ে মেয়েকে ফিরিয়ে দিতে বলেন, কিন্তু তারা কোনো সহযোগিতা করেননি।

তিনি আরও বলেন, তিনদিন পার হয়ে গেলেও মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। এ অবস্থায় ধারণা করছি যে রবিউল আমার মেয়েকে কোথাও আটকে রেখে নির্যাতন করছেন। মেয়ের জীবন নিয়ে শঙ্কিত আমরা।

বৃহস্পতিবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় অভিযুক্ত করা হয়েছে রবিউল, তার বাবা নুর সায়েদ আকন, মা আকলিমা বেগম ও বন্ধু আরিয়ান গাজীকে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছি। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।

তিনি আরও জানান, রবিউলের মোবাইলফোন বন্ধ থাকায় তার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। পুলিশ নিখোঁজ ওই ছাত্রীটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।  

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।