রাঙামাটি: টানা বৃষ্টি অব্যাহত থাকায় এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে মুহূর্তের মধ্যে পানির চাপ বাড়ছে। উজান এলাকায় বন্যা নিয়ন্ত্রণ এবং বাঁধের ঝুঁকি এড়াতে বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা থেকে জলকপাট সাড়ে ৩ ফুট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ৬৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে।
এমন তথ্য নিশ্চিত করেছেন কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান।
প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, অব্যাহত বৃষ্টি এবং পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি বিপৎসীমা অতিক্রম করছে। যে কারণে সেকেন্ডে এবার ৫৮ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে। বর্তমানে হ্রদে পানি রয়েছে ১০৮ দশমিক ৭৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল)। তবে ভাটি অঞ্চলের মানুষের আতঙ্কিত না হওয়া জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
এর আগে সোমবার (৪ আগস্ট) রাত ১২টা ৫ মিনিটে জরুরি ভিত্তিতে ১৬ জলকপাট ছয় ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি এবং ৫ আগস্ট দিনগত রাত ১১টা থেকে ১৬ জলকপাট দেড় ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৩০ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল।
এরপর ৬ আগস্ট সকাল থেকে জলকপাট আড়াই ফুট খুলে দিয়ে সেকেন্ডে ৪৯ হাজার কিউসেক পানি ছাড়া হয়েছিল।
বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তারা বলেন, হ্রদে পানি বাড়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটই সচল রয়েছে।
তার মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪৬ মেগাওয়াট করে মোট ৯২ মেগাওয়াট, ৩ নম্বর ইউনিটে ৪৭ মেগাওয়াট, ৪ ও ৫ নম্বর ইউনিটে প্রতিটিতে ৪০ মেগাওয়াট করে মোট ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।
পানি বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৩০ থেকে ২৪৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে।
** সোমবার বিকেল ৩টায় কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে
** রাতেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
** কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৪৯ হাজার কিউসেক পানি
** কাপ্তাই বাঁধের জলকপাট খুলে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৫৮ হাজার কিউসেক পানি
এসআরএস