ঢাকা, বৃহস্পতিবার, ২৩ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৬, আগস্ট ৭, ২০২৫
সাতক্ষীরা সীমান্তে ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ ১৬ বাংলাদেশিকে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরা: সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও পুরুষসহ ১৬ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তাদের মধ্যে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুইজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাকিদের যাচাই বাছাই চলছে।

এর আগে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। পরে রাতে বিজিবি একটি সাধারণ ডায়েরি করে তাদেরকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে। হস্তান্তরকৃত বাংলাদেশি নাগরিকেদের মধ্যে ৭ জন নারী ও ৯ জন পুরুষ রয়েছে।

তাদের সবারই বাড়ি সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, গোপালগঞ্জ, যশোর ও নড়াইল জেলায়।

সাতক্ষীরা সদর থানায় বিজিবির দায়ের করা সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, ভারত থেকে বিনা পাসপোর্টে অবৈধভাবে দেশে ফেরার সময় গত ৫ আগস্ট (মঙ্গলবার) পশ্চিম বাংলার চব্বিশ পরগনা জেলার হাকিমপুর চেকপোস্ট অতিক্রম করার সময় বিএসএফ ১৬ বাংলাদেশিকে আটক করে। পরদিন বুধবার সন্ধ্যায় বিএসএফ’র আমুদিয়া কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর বিকাশ কুমার এবং বাংলাদেশের সাতক্ষীরা জেলার ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেমের মধ্যস্থতায় সীমান্তের জিরো পয়েন্টে এক পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে রাতেই তলুইগাছা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আবুল কাসেম, ল্যান্স নায়েক মো. হালিম, সিপাহী আজহারুল ইসলাম ও নুর নবী ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন এবং তাদের থানায় হস্তান্তর করেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি হস্তান্তরকৃত ১৬ বংলাদেশি নাগরিকের মধ্যে বৃহস্পতিবার সকালে দুইজনকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিদের যাচাই বাছাই শেষে পর্যায়ক্রমে হস্তান্তর করা হবে।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।