ঝিনাইদহ: স্কুল কমিটি নিয়ে ঝিনাইদাহে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
গ্রামবাসী আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের মধ্যে আর এক দফা মল্লযুদ্ধে জড়িয়ে পড়েন আহতরা। এ ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) দুপুরে এই ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ইসলামপুর হরিপুর কবি ফজের আলী মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি হয়েছেন জামায়াত সমর্থিত জহুরুল ইসলাম। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার স্কুল কমিটির সভায় এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জামায়াতে ইসলামীর নয়জন ও বিএনপির ছয়জন সমর্থক আহত হন।
আহতরা হলেন, বিএনপি সমর্থক কানুহরপুর গ্রামের ইমাদুর রহমান, একই গ্রামের মাসুম, গোলাম মোস্তফা, সুমন, রেহানা খাতুন ও মহারাজপুর গ্রামের রহমতুল্লাহ।
আহত জামায়াত সমর্থকরা হলেন, জহুরুল ইসলাম, হুসাইন, মুজাব আলী, হাফিজুর রহমান, রুপচাঁদ আলী, ফয়জুল্লাহ, সলেমান মন্ডল, তোতা মিয়া ও সফর আলী।
আহত সবাই ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
দুপুর ১টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে দুই দলের আহত সমর্থকেরা আরেক দফায় মারামারিতে লিপ্ত হন। এসময় চিকিৎসক ও সেবা নিতে আসা রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পাওয়ার পর হাসপাতালে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন সংঘর্ষের খবর নিশ্চিত করে জানান, চারমাস আগে স্কুলের কমিটি করা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। একপক্ষ কমিটি মানতে নারাজ।
তিনি বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএইচ