নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের সাতজন নিহত হয়েছেন। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
বুধবার (৬ আগস্ট) ভোর রাতে উপজেলার নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার এলাকার জগদীশপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবাই নারী ও শিশু।
পুলিশ ও স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের চৌপল্লী গ্রামের ওমান প্রবাসী বাহার উদ্দিন তার পরিবারের সদস্য ও স্বজনদের নিয়ে ঢাকা থেকে একটি মাইক্রোবাসে বাড়ি ফিরছিলেন।
ভোরে মাইক্রোবাসটি নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জগদীশপুরে প্রধান সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ সময় বাহারের স্ত্রী কবিতা ও মেয়ে মিমসহ সাতজন নিহত হয়।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।
আরএইচ