ঢাকা, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২, ০৫ আগস্ট ২০২৫, ১০ সফর ১৪৪৭

সারাদেশ

জুলাই শহীদদের স্মরণে টাইফুন শিল্পীগোষ্ঠীর 'সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা'

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৩, আগস্ট ৪, ২০২৫
জুলাই শহীদদের স্মরণে টাইফুন শিল্পীগোষ্ঠীর 'সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা'

খুলনা : ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে গণঅভ্যুত্থানের অভূতপূর্ব ছাত্র-জনতার জাগরণের শহীদদের স্মরণে 'সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা' অনুষ্ঠিত হয়েছে।

ঐতিহ্যবাহী টাইফুন শিল্পীগোষ্ঠীর আয়োজনে সোমবার (৪ আগস্ট) নগরীর শিববাড়ি মোড়ে অনুষ্ঠিত হয়েছে 'সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা'।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যায় টাইফুন শিল্পীগোষ্ঠীর পরিচালক নুরুজ্জামান নোমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাইফুন শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ফ্যাসিবাদের জুলুমের শিকার হওয়া খ্যাতিমান শিল্পী নওশাদ মাহফুজ। শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান রাকিব হাসান সহ সাবেক পরিচালক, শিল্পী ও শুভাকাঙ্ক্ষীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় টাইফুন শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান আরাফাত হোসেন মিলন বলেন, জুলাই আমাদের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীরা তখন নিজেদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিল। সেই সাহস, সেই স্বপ্ন, সেই প্রতিবাদ – সবকিছুকে আমরা সাংস্কৃতিক ভাষায় প্রকাশ করতে চাই এই আয়োজনে।

আয়োজনের প্রধান আকর্ষণ নওশাদ মাহফুজ বলেন , “টাইফুন শিল্পীগোষ্ঠী সবসময়ই গণমানুষের কণ্ঠকে শিল্পের মাধ্যমে উচ্চারণ করার চেষ্টা করেছে। আজকের আয়োজনও সেই চেষ্টারই এক বৃহৎ রূপ। জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে এ সাংস্কৃতিক অনুষ্ঠান জুলাইয়ের চেতনাকে জাগ্রত রাখতে ভূমিকা রাখবে।

জুলাইকে ধারণ করার প্রয়াসে আয়োজিত এ আয়োজনে সমাজ সচেতন নাগরিক, ছাত্র-ছাত্রী, সংস্কৃতিপ্রেমী ও নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ছিলো লক্ষ্য করার মতো। জুলাই গণ-অভ্যুত্থানের বিভিন্ন দিককে তুলে ধরে গান, নাটকসহ নানা পরিবেশনার মধ্য দিয়ে সাজানো হয় 'সাংস্কৃতিক অনুষ্ঠান ও কাওয়ালী সন্ধ্যা'।

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ