দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে শেখ হাসিনাসহ তার দোসরদের অবৈধ সম্পদের হিসাব নিতে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া।
তিনি বলেন, অতীতে যারা এদেশে লুটপাট করেছে, লুণ্ঠন করেছে হাসিনাসহ তার দোসরদের সম্পদের হিসাব নিতে হবে।
সোমবার (৪ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রাখালিয়া উচ্চ বিদ্যালয়ে বিএনপির ওয়ার্ড প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তাদের অনেকেই এখন এলাকায় নেই, পালিয়ে আছেন। অবৈধভাবে সম্পদ করেছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশে বিদেশে। জনগণের সম্পত্তি লুটপাট করেছেন। তা উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে।
তিনি আরও বলেন, হাসিনাসহ যারা নিরাপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছে। আয়নাঘর সৃষ্টি করে হাজার হাজার নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে। আমাদের নেতা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, অদ্যাবধি পর্যন্ত তার কোন খবর পাইনি৷ আমাদের ৬২ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বাড়ি ছাড়া করেছে।
এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির আহবায়ক জেড এম নাজমুল ইসলাম মিঠু, সদস্য সচিব সফিকুর রহমান ভুঁইয়া, সাবেক সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌরসভার সাবেক মেয়র এবিএম জিলানী প্রমুখ।
আরএ