ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

সারাদেশ

পাহাড় ধস: ৬ ঘণ্টা পর রাঙামাটি-খাগড়াছড়ি যান চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, আগস্ট ৩, ২০২৫
পাহাড় ধস: ৬ ঘণ্টা পর রাঙামাটি-খাগড়াছড়ি যান চলাচল স্বাভাবিক পাহাড় ধসে বন্ধ রাস্তা

টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনায় ছয় ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। সড়ক থেকে মাটি সরানোর পর রোববার দুপুর ১২টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে পাহাড় ধসের ঘটনায় রোববার (০৩ আগস্ট) সকাল থেকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে খাগড়াছড়ির দীঘিনালাসহ পুরো দেশের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল।  

খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, খাগড়াছড়ি-বাঘাইছড়ি সড়কের একটি স্থানে পাহাড় ধসে পড়ে। পরে সড়ক থেকে মাটি সরিয়ে ফেলায় দুপুর থেকে যান চলাচল স্বাভাবিক হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কমকর্তা (ইউএনও) শিরীন আক্তার বলেন, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে সারাদেশের যান চলাচল শুরু হয়েছে। সকাল থেকে সড়কে পড়ে থাকা মাটি সরাতে সেনাবাহিনীর পাশাপাশি একাধিক সংস্থা কাজ করে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।