মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শওকত আলী (৫৫) নামে একজন কৃষক নিহত হয়েছেন। তিনি গ্রামের মৃত ফরাতুল্লাহ কাজীর ছেলে।
রোববার (৩ জুলাই) বেলা ১১টার দিকে নিজ জমির মটরের বৈদ্যুতিক লাইনের স্লুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের বরাত দিয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর শওকত আলীর হাত ও বুকের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান।
এসএইচ