ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

সারাদেশ

সিলেটে ঘরে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, আগস্ট ২, ২০২৫
সিলেটে ঘরে মিলল স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ ফাইল ফটো

সিলেট: সিলেট নগরে নিজ বাসা থেকে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে নগরের কানিশাইল প্রত্যাশা-৬৬ আলিম মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

মৃত রেশমা বেগম (১৪) তিনি নগরের কানিশাইল এলাকার প্রত্যাশা-৬৬ নং বাসার আলিম মিয়ার কলোনির বাসিন্দা ওয়াছির মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ৩য় শ্রেণিতে পড়ুয়া শিশুটি বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ