চাঁদপুর: একমাত্র ছেলে নিশান খান গত বছর ছাত্র-জনতার আন্দোলন শেষে বিজয় মিছিলে গিয়ে শহীদ হন। এর আগে ছেলেকে বাড়িতে আসার জন্য বারবার অনুরোধ করেন মা রৌশানারা বেগম।
সম্প্রতি শহীদ নিশানের বাড়িতে গিয়ে কথা হয় মা-বাবা ও বোনদের সঙ্গে। তবে নিশানের মৃত্যুর পরে তার স্ত্রী জামেনা তুজ জোহরা (শান্তা) কর্মস্থল ঢাকার সাভার কামাল গার্মেন্টস রোড ডেন মার্কেটের পাশে ভাড়া বাসায় দুই সন্তান নিয়ে থাকেন। ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে ডেন মার্কেট দোকান নম্বর-১, ব্লক ডি/৪।
শহীদ নিশান খান (৩৭)। জন্ম তারিখ ১৯৮৭ সালের ২ জুন। চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের লাভলু ডাক্তার খান বাড়ির হাফেজ খানের একমাত্র ছেলে। পাঁচ ভাই বোনের মধ্যে তৃতীয়। বড় দুইবোন বিউটি আক্তার (৪২) ও খাদিজা আক্তার (৩৯)। তৃতীয় নিশান এবং ছোট দুই বোনের মধ্যে হাওয়া আক্তার (২৮) ও কনিষ্ঠ বোন জান্নাতুল মাওয়া (১৭)। জান্নাতুল মাওয়া এ বছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
শহীদ নিশান স্থানীয় মনোহরখাদি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি শেষ করেন। এরপর পার্শ্ববর্তী আমিরাবাদ জিকে উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণি পর্যন্ত পড়েন। পরিবারের অভাব অনটনের কারণে চলে যান ঢাকায়। সাভারে গিয়ে লোকজনের মোবাইলফোনের দোকানে কর্মচারী এবং অন্যান্য কাজও করেছেন। সর্বশেষ ২০১৬ সালে তিনি নিজে বিনিয়োগ করে ফার্নিচারের কাজে ব্যবহৃত ক্যামিকেলের ব্যবসা শুরু করেন।
শহীদ নিশান বিয়ে করেছেন সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দামোদরদী গ্রামের খন্দকার বাড়িতে। তার স্ত্রী জামেনা তুজ জোহরা শান্তা। ২০১৬ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার শ্বশুর খন্দকার আব্দুল মালেক পেশায় কৃষক এবং শাশুড়ি নাজমা বেগম গৃহিণী।
শহীদ নিশানের স্ত্রীর বড় ভাই আতিকুর রহমান টিপু বলেন, তারা দুজনেই গত বছরের ৫ আগস্ট বিকেলে বিজয় মিছিলে বের হন এবং অংশ নেন। সেখানে তার এক আত্মীয় আহত হয়েছেন বলে তাকে দেখার উদ্দেশে রওনা হন। সেখানে যাওয়ার সময় সাভার থানার সামনে এনাম মেডিকেল রোডে নিশান মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে ছাত্ররা অদর চন্দ্র স্কুলের গেটে এনে রাখেন। সেখান থেকে পৌনে ৬টার দিকে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শহীদ নিশান খানের তার স্ত্রী জামেনা তুজ জোহরা শান্তা বলেন, তার ভাই আতিকুর রহমান টিপু ও স্বামী নিশান খান সাভারে ছাত্র-জনতার আন্দোলনে বেশ কয়েকবার গিয়েছেন। গত ৫ আগস্ট যখন শেখ হাসিনা সরকারের পতন হয় আনুমানিক বিকেল ৩টার দিকে, দুপুরের খাবার খেয়ে বিজয় মিছিলে যান। সেখানে সাভার থানা প্রাঙ্গণে বিজয় মিছিলে পুলিশের সঙ্গে জনগণের গোলাগুলির মধ্যে পড়ে। ওই সময় হঠাৎ ভারি কোনো বস্তু দ্বারা মাথার পেছন দিক থেকে আঘাতপ্রাপ্ত হন। ওই সময় তার অনেক রক্তক্ষরণ হয়। সেখান থেকে তার সঙ্গে থাকা টিপু দৌড়ে অন্য দিকে গেলেও একজন গুরুতর আহতের খবর ছড়িয়ে পড়ে। পরে টিপু এসে দেখেন তার বোন জামাতা গুরুতর আহত। তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে নিশানকে এনাম মেডিকেলে নিয়ে যায়। সেখানে কিছু সময় চিকিৎসাধীন থাকার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিশানের মৃত্যুর পর হাসপাতাল থেকে রাতেই তার লাশ আমার ভাই টিপুসহ আত্মীয় স্বজনরা বাড়িতে নিয়ে যায়। পরদিন ৬ আগস্ট সকাল ৯টায় বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শহীদ নিশান হত্যার ঘটনায় তার স্ত্রী জামেনা তুজ জোহরা শান্তা বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ৭০ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়। এই মামলায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচারের দাবি করেন বাদী।
জামেনা তুজ জোহরা শান্তা বলেন, আন্দোলনে যাওয়ার সময় আমার স্বামীকে যেতে নিষেধ করি। কারণ তখন আমি অসুস্থ। তিনি বলেছেন, ‘তোমাদের আল্লাহ রিযিকের ব্যবস্থা করবে। কারণ বিগত দিনে আমি আন্দোলনে গিয়েছি, এখন না গেলে কীভাবে হয়। আর আজকে আমি আনন্দ মিছিল শেষে ২০ কেজি মিষ্টি লোকজনকে খাওয়াব। ’
তিনি আরও বলেন, আমাদের প্রথম সন্তান মোহাম্মদ তোয়াহা (৬)। আমার স্বামী নিশান খানের মৃত্যুর পাঁচ মাস পরে জন্মগ্রহণ করে আমাতুর রহমান নিশাত। তার বয়স বর্তমানে সাত মাস। এই দুই সন্তান নিয়ে আমি ভাড়া বাড়িতে থাকি। তাদের ভবিষ্যৎ জীবন অনিশ্চিত। কারণ স্বামীর অনুপস্থিতিতে ব্যবসাও সঠিকভাবে পরিচালনা করা যাচ্ছে না।
এদিকে বাবাকে হারিয়ে বড় ছেলে খুবই মর্মাহত। কারণ তার বাবার সঙ্গে মসজিদে যেত। এখনও বাবাকে খোঁজে। আর তোয়াহার বাবার স্বপ্ন ছিল ছেলেকে মিজানুর রহমান আজহারীর মতো আলেম তৈরি করবে। সে আলোকে তাকে মাদরাসায় ভর্তি করা হয়েছে।
শহীদ নিশান হত্যার ঘটনায় তার স্ত্রী জামেনা তুজ জোহরা শান্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, তার স্বামীর মৃত্যুর পরে ঢাকায় প্রথমে জামায়াতের পক্ষ থেকে দুই লাখ টাকা, বিএনপির পক্ষ থেকে ৫০ হাজার, জুলাই ফাউন্ডেশন থেকে পাঁচ লাখ এবং চাঁদপুর জেলা প্রশাসন থেকে দুই লাখ টাকা অনুদান পেয়েছেন। সর্বশেষ জুলাই ফাউন্ডেশন থেকে পেয়েছেন ১০ লাখ টাকার সঞ্চয়পত্র।
নিশানের বড় বোন খাদিজা আক্তার বলেন, আমার ভাই বয়সে ছোট হলেও আমাদের সব সময় সহযোগিতা করেছেন। কারণ বেশি পড়াশোনা করতে না পারায় কাজে লেগে যায়। তার সব বিষয়ে আমার সঙ্গে বেশি কথা হয়েছে। আন্দোলনের সময় আমার সঙ্গে কথা হতো প্রায় সময়। কাজ শেষে আমার সঙ্গে রাতের বেলায় কথা বলতেন। তার স্ত্রী ও সন্তানের বিষয়ে আলাপ করতেন। তবে ভাইয়ের মৃত্যুর পরে আমার বাবা-মা ও ছোট বোন খুবই বেহাল অবস্থায় পড়েছেন। কারণ আমার ভাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ভাইয়ের দাফনের পরে ভাইয়ের স্ত্রী সন্তান নিয়ে ঢাকায় চলে যায়। ভাইয়ের ব্যবসাসহ সবকিছুই ভাবি দেখাশোনা করেন। আমরা এখন পরের বাড়ির বউ। বাবা-মার জন্য কতটুকুই করতে পারি।
ছোটবোন জান্নাতুল মাওয়া বলেন, আমি সবার ছোট। এ বছর এসএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছি। আমার পড়ার সব খরচ ভাই দিয়েছে। গত বছর কোরবানির ঈদে ভাইয়ের সাথে সর্বশেষ দেখা হয়। আর মাঝে মধ্যে মোবাইলফোনে কথা হয়েছে। এমন পরিস্থিতিতে আমার ভবিষ্যৎ পড়াশোনার জন্য খরচ দেওয়ার মতো কেউ নেই। বাবা খরচ দিতে পারলে পড়া লেখা হবে, না হয় বন্ধ হয়ে যাবে।
নিশানের মা রৌশন আরা বেগম বলেন, আমি এখনও ছেলে বাড়িতে আসবে-এমন অপেক্ষায় থাকি। আপনারা কেন আমাকে ছেলের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। ছেলের কথা মনে হলে আমার বুক পেটে যায়। ছেলের মৃত্যুর পর আমার সবকিছু শূন্য হয়ে পড়েছে। আমার সংসারকে খুবই গুছিয়ে রেখেছিল আমার আদরের সন্তান। কারণ দুই মেয়ের পরে আমার ছেলে জন্ম হওয়ায় খুবই আদরের ছিল নিশান। আমার ছেলের মৃত্যুর পরে বউমা আর নাতিরা ঢাকায় চলে যায়। বউমা এখন আর আসে না। যে কারণে নাতিদেরও মুখ দেখতে পাই না।
শহীদ নিশানের বাবা হাফেজ খান বলেন, আমি পেশায় কৃষক। আয় রোজগার খুবই কম। ছেলেই ছিল সংসারের উপার্জন করার একমাত্র অবলম্বন। তার মৃত্যুর পর পরিবারে সব কিছুই অন্ধকার। সরকারি অনুদান যা এসেছে তা বউমার কাছেই দেওয়া হয়েছে। শুধুমাত্র জুলাই ফাউন্ডেশন থেকে আমাদের পরিবারকে এক লাখ টাকা অনুদান দিয়েছে।
হাফেজ খান আরও বলেন, আমরা সবাই বিএনপির সমর্থক। তবে আন্দোলনের সময় ছেলেকে না যাওয়ার জন্য বলেছি। কিন্তু ছেলে আমার কথা কর্ণপাত করেনি। বরং সে বলেছে, ‘আমাদের পুরো পরিবার বিএনপি সমর্থক। আমরা শেখ হাসিনা পতনের আন্দোলনে না গেলে যাবে কে?’ -নিষেধ না শুনে ছেলে সবশেষ সময়ে আন্দোলনে গিয়ে প্রাণ দিতে হয়েছে। আমি আমার ছেলে হত্যার বিচার দাবি জানাই।
এসআরএস