ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

১২ বছর পর কবর থেকে তোলা হলো আবু বকরের দেহাবশেষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, জুলাই ৩১, ২০২৫
১২ বছর পর কবর থেকে তোলা হলো আবু বকরের দেহাবশেষ কবর থেকে উঠানো হচ্ছে দেহাবশেষ

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় ১২ বছর পর কবর থেকে আবু বকর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ (হাড়গোড়) উত্তোলন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে উপজেলার লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামে পারিবারিক কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলামের উপস্থিতিতে উপস্থিতিতে এ দেহাবশেষ তোলা হয়।

পরে এটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান তার বাবাকে হত্যা করা হয়েছে অভিযোগ করে ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলি আদালতে একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে বৃহস্পতিবার কবর থেকে দেহাবশেষ তোলা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে।

নিহত আবু বকর সিদ্দিকের ছেলে লিটন রহমান অভিযোগ করেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর আমার বাবাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনার মূল নায়ক ছিলেন আসাদুজ্জামান নুর। আমরা দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।  

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।