ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৯, জুলাই ৩১, ২০২৫
বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ৪ নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ভিডিও থেকে কাটা ছবি

নোয়াখালী: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছেন।    

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন সড়কে মিছিল করেন তারা।

পরে চৌমুহনীর বাজারের হাসান সড়কে গিয়ে মিছিলটি শেষ হয়। এতে নেতৃত্ব দেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী জিহাদ হাসান রতন।  

পরে সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল শিহাব ঝটিকা মিছিলের একটি ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার করেন।  

স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে উপজেলার চৌমুহনী রেললাইন থেকে হাসান সড়ক এলাকায় ২৫ থেকে ৩০ জন কিশোর–তরুণকে কয়েকটি ফেস্টুন ও একটি ছাত্রলীগের ব্যানারে মিছিল করতে দেখা যায়। মিছিলে তারা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে এবং শেখ হাসিনা ফিরবেন বলে স্লোগান দেন। তারা স্লোগানে উল্লেখ করেন, স্থানীয় নেতা শিহাবের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ আছেন।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব দাউদ উর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের চিহ্ন বয়ে বেড়াচ্ছেন লাখ-লাখ নিরাপরাধ মানুষ। কিন্তু স্থানীয় প্রশাসনের গাফিলতিতে তাদের দলের নিষিদ্ধ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে মিছিল করার সাহস দেখাচ্ছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান লিটন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।    

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।