নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদার দাবিতে সিরাজুল নামে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা মামলায় দুই সহোদরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা পলাতক অবস্থায় আছেন।
এর আগে ২০১৫ সালের ২৩ আগস্ট সিদ্ধিরগঞ্জে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী সিরাজুলকে পিটিয়ে হত্যা করা হয়।
এমআরপি/জেএইচ