ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

সারাদেশ

দেশে ন্যায়বিচার-আইনের শাসন প্রতিষ্ঠার এখনই সঠিক সময়: সরোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, জুলাই ৩১, ২০২৫
দেশে ন্যায়বিচার-আইনের শাসন প্রতিষ্ঠার এখনই সঠিক সময়: সরোয়ার বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার

বরিশাল: বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার বলেছেন, রাষ্ট্র মেরামতের জন্য যে ১১টি কমিশন করা হয়েছে তার সঙ্গে সঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা ও বিচার ব্যবস্থা স্ট্যাবলিস্ট করতে হবে। ন্যায়বিচার ও আইনের শাসনকে স্ট্যাবলিস্ট করতে হবে, আর এখনই হচ্ছে এটার সঠিক সময়।

বাংলাদেশে বিচারহীনতা গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে সব থেকে বেশি প্রতিবন্ধকতা।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালনকালে এসব কথা বলেন তিনি।

এ সময় সরোয়ার আরও বলেন, শেখ হাসিনা শুধু আয়না ঘরই বানায়নি, সে বিচার ব্যবস্থাকে শেষ করে দেওয়ার যে চক্রান্ত করছেন সেটি সবার সামনে প্রকাশ হয়েছে। আমরা দেখেছি কীভাবে প্রধান বিচারপতিকে হটিয়ে দিতে হয়ে, আমরা দেখেছি মিথ্যা মামলা দিয়ে কীভাবে দেশনেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়, আমরা দেখেছি তারেক রহমানকে খালাস দেওয়া বিচারপতিকে মালেয়শিয়ায় পালিয়ে যেতে হয়।  এরকম করে তারা গণতন্ত্রকে হত্যা করেছে, আর সেই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমরা আন্দোলন করেছি।

তিনি বলেন, খায়রুল বাশারের গ্রেপ্তারে মানুষ অত্যন্ত খুশি। কারণ তার কারণে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়েছে এবং দেশের মধ্যে অরাজক-বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির জন্য দায়ী ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের আহ্বায়ক অ্যাডভোকেট নাজিম উদ্দিন পান্নার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ইমনসহ আরও অনেকে।

উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।

সংক্ষিপ্ত সমাবেশে ছাড়াও পদযাত্রা কর্মসূচি পালন করা হয়। যেটি আদালত চত্বর হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এমএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।