ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

চাঁদাবাজির অভিযোগে মেহেরপুরে একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৫, জুলাই ৩০, ২০২৫
চাঁদাবাজির অভিযোগে মেহেরপুরে একজন আটক

মেহেরপুর: একজন পল্লী চিকিৎসকের কাছে দ্বিতীয় দফায় চাঁদাবাজি করার অভিযোগে আব্দুর রউফ (৫০) নামে একজনকে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেছেন স্থানীয়রা।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৯ জুলাই) মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে।

ওই সাংবাদিকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

আটকের পর আব্দুর রউফ নিজেকে সাংবাদিক দাবি করেছেন। গাংনী থানার উপপরিদর্শক (এসআই) আতোয়ার রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া গ্রামের পল্লী চিকিৎসক আব্দুল মাবুদ জানান, ‘আব্দুর রউফ আমার চেম্বারে সোমবার এসে সিভিল সার্জন এবং জেলা প্রশাসনের ভয় দেখিয়ে বিশ হাজার টাকা চাঁদা নিয়ে যায়। ’

তিনি বলেন, ‘মঙ্গলবার সন্ধ্যায় সে (রউফ) আবারো চেম্বারে আসে। এবার সে বলে, আপনাদের বিরুদ্ধে অনেক অভিযোগ সিভিল সার্জন এবং ডিসি অফিসে গেছে। সিভিল সার্জনকে ঠেকাতে হলে বিশ হাজার টাকাতে হবেনা। আবারও টাকা দিতে হবে। এক পর্যায়ে সে আরও ভয়ভীতি দেখায়।

এ ঘটনার পর গাংনীর স্থানীয় সাংবাদিকদের সাথে কথা বলে আব্দুর রউফ নামে কোনো সাংবাদিক নেই বলে জানতে পারি। এরপর আমরা তার কাছে পরিচয়পত্র দেখতে চাই। এক পর্যায়ে তিনি মেহেরপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টারের পরিচয়পত্র দেখান। পরে স্থানীয় জনতা তাকে পিটুনি দিয়ে গাংনী সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন’।

এ ঘটনায় চাঁদাবাজির অভিযোগে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ ব্যাপারে আমাদের সূর্যোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাশেম অনুরাগীর সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি।

এদিকে জানা গেছে, আব্দুর রউফের বাড়ি ভারতে। তিনি বৈবাহিক সূত্রে মেহেরপুর শহরের মল্লিকপাড়াতে বসবাস করেন। প্রথম দিকে তিনি নিজেকে চিকিৎসক দাবি করতেন, নামের সাথে ডাক্তার যুক্ত করে ডাক্তার আব্দুর রউফ লিখতেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় ও ভুয়া ডাক্তারখানা বন্ধের নির্দেশ দেওয়া হয়। এর পর থেকে তিনি সাংবাদিক বনে যান।

২০২৩ সালে মেহেরপুর শহরের একজন সার ব্যবসায়ীর কাছ থেকে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করেন তিনি। পরে সেটি ফেসবুকে ভাইরাল হলে ওই ব্যবসায়ীর পা ধরে ক্ষমা চাইতে দেখা যায় তাকে। গত বছর মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়াতে চাঁদাবাজি করতে গিয়ে জনতার হাতে পিটুনি খান। সদর উপজেলা নির্বাহী অফিসার তাকে এক লাখ টাকা জরিমানা করেন।

স্থানীয়রা আরও জানান, আব্দুর রউফ এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, ক্লিনিকসহ বিভিন্ন স্থানে চাঁদা দাবি করেন।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।