ঝিনাইদহ: ‘প্রজন্মের বন্ধন’-এ প্রতিপাদ্য মনে প্রাণে ধারণ করে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পণ্য বসুন্ধরা সিমেন্টের হালখাতা-১৪৩২ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল এলাকায় মেসার্স এস এ ট্রেডার্সের আয়োজনে এ হালখাতা হয়।
বুধবার দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের অডিটরিয়ামে এ হালখাতা অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
মেসার্স এস এ ট্রেডার্সের স্বত্বাধিকারী অমিতাভ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের (সিমেন্ট সেক্টর) চিফ সেলস অফিসার (সিএসও) মো. শাহ্ জামাল শিকদার, সিনিয়র ডিজিএম সাউথ বেঙ্গল মো. শাহাদাৎ হোসেন, সিমেন্ট সেক্টরের কুষ্টিয়া জোনের ম্যানেজার মো. জাফরুল ইসলাম, ঝিনাইদহ এরিয়ার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জেসান ইসলাম জনী ও স্থানীয় অফিসার মো. কামরুজ্জামান।
হালখাতা অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন হাফেজ হাফেজ আমির হামজা। গীতা পাঠ করেন অর্পন শাহ।
বক্তারা বলেন, বসুন্ধরা সিমেন্ট গুণে মানে সেরা। এসময় ১০ জন সেরা বিক্রেতাকে পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে প্রথম পুরস্কার ডিপ ফ্রিজ পেয়েছেন রোকেয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিলন হোসেন। এছাড়া অনুষ্ঠানে আসা সব ব্যবসায়ীকে পুরস্কার দেওয়া হয়।
এসআই