ফরিদপুরের সালথা উপজেলার ৪ নম্বর ভাওয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন একই ইউনিয়নের ইউপি সদস্যরা। ফারুক উজ্জমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলাসহ বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ইউপি চেয়ারম্যানের অপসারণ দাবি করে বক্তব্য দেন ইউপি সদস্য আবু মোল্যা, মো. মামুন সরদার, মাহবুবুর রহমান, আদেল মোল্যা ও আবু বক্কার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত সাত-আট মাস ধরে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নম্বর ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুক উজ্জমান ফকির মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছেন। তিনি পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং পরিষদের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। গত বছরের ৫ আগস্ট থেকে তিনি পলাতক। আমরা পরিষদের সদস্যরা জনগণের সেবা নিশ্চিত করতে তার অপসারণ দাবি করছি।
তারা আরও বলেন, প্রতিদিনই অনেক সেবা প্রত্যাশী ইউনিয়ন পরিষদে এসে চেয়ারম্যানকে না পেয়ে ফিরে যাচ্ছেন। তাই চেয়ারম্যানকে অপসারণ করে প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা চালু রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
চেয়ারম্যানের বক্তব্য জানতে তার মোবাইলফোন নম্বরে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, চেয়ারম্যান ফারুক উজ্জমানের বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, ভাওয়াল ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআরএস