খুলনা : বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছে, লড়াই করেছে তারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জুলাই গণহত্যার বিচার আগামীর বাংলাদেশে একটি ভয়হীন পরিবেশ তৈরি করবে।
খুলনার ঐতিহ্যবাহী রায়ের মহল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের উদ্যোগে কলেজ মিলয়াতনে মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খান রোখসানা পারভীনের সভাপতিত্বে ও অধ্যাপিকা শরিফা খাতুনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিচালনা পরিষদের সভাপতি দৈনিক মানবজমিনের খুলনা ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম। বিশেষ অতিথির হিসাবে উপস্থিত ছিলেন রায়েরমহল ডিগ্রির কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুল ইসলাম সাদী,পরিচালনা পর্ষদ সদস্য ও জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট নিগার সুলতানা। পরিচালনা পর্ষদ সদস্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা: শহীদুজ্জামান বাবলু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ সদস্য আমিনুল ইসলাম বাবু, আনিসুর রহমান টুটুল,কলেজের শিক্ষক প্রতিনিধি অধ্যাপক শেখ শামসুদ্দিন দোহা, শেখ আরিফ হাসান,অধ্যাপিকা নাদিরা খাতুন, অধ্যাপিকা পাপিয়া সুলতানা,অধ্যাপক আহসান হাবিব,অধ্যাপক আতাউর রহমান,অধ্যাপক জাফর সাদীক আনসারী প্রমুখ।
আলোচনা শেষে জুলাই-আগষ্ট শহীদ ও মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
এমআরএম