ঢাকা, বুধবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

সারাদেশ

ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৭, জুলাই ২৯, ২০২৫
ঝিনাইদহে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের দেবিনগর গ্রামে যৌথবাহিনীর অভিযানে দেশি-বিদেশি অস্ত্র উদ্ধার হয়েছে। সেসময় রফিকুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।

 

আটক রফিকুল দেবীনগর রামচন্দ্রপুর এলাকার মোকছেদ আলীর ছেলে ।

পুলিশ জানা যায়, সোমবার (২৮ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেবীনগর গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।  

উদ্ধর অস্ত্রের মধ্যে রয়েছে দুটি পিস্তল, পিস্তলের ব্যারেল, ৫টি রাম দা, হাতুড়ি ও দেশি অস্ত্র। ঘণ্টাব্যাপী অভিযানে রফিকুল ইসলামের বাড়ি থেকে এসব অস্ত্র এবং সরঞ্জামাদি উদ্ধার করে সেনাবাহিনী।

শৈলকূপা থানার অফিসার ইসচার্জ (ওসি) মাসুম খান জানান, রাতেই শৈলকূপা থানা পুলিশের নিকট উদ্ধারকৃত অস্ত্র ও অস্ত্র তৈরি সরঞ্জামাদি হস্তান্তর করা হয়েছে।

আটক রফিকুল ইসলামের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।