সিলেট: সিলেটের জাফলং পর্যটনকেন্দ্রে পিয়াইন পানিতে নেমে মুকিত আহমদ (১৮) নামের এক তরুণের পর্যটক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) দুপুর দেড়টার দিকে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হন।
নিখোঁজ মুকিত আহমদ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। পেশায় শ্রমিক মুকিত সিলেট নগরের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুকিতসহ তারা ২৮ জনের একটি টিম বাসে করে জাফলংয়ে বেড়াতে যান। দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামেন। খেলা শেষে তারা তিনজন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যান মুকিত। অপর দু'জন কোনো মতে তীরে উঠে আসে।
নিখোঁজ যুবকের সঙ্গীয় শাওন আহমদ বলেন, তারা ২৮ জনের একটি টিম জাফলংয়ে বেড়াতে আসেন। দুপুরের দিকে ফুটবল খেলা শেষে তিনজন পানিতে নামলে দু'জন পাড়ে উঠলেও স্রোতের টানে তলিয়ে যায় মুকিত।
খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরীরা ঘটনাস্থলে গিয়ে ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। এ প্রতিবেদন লেখার সময় সন্ধ্যা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান পাননি তারা।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। রাত ১১টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। শনিবার সকাল থেকে ফের তাকে উদ্ধারে চেষ্টা চালানো হবে।
এনইউ/জেএইচ