ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

দুধ দি‌য়ে গোসল ক‌রে নি‌ষিদ্ধ ছাত্রলীগ থে‌কে পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ২৫, ২০২৫
দুধ দি‌য়ে গোসল ক‌রে নি‌ষিদ্ধ ছাত্রলীগ থে‌কে পদত্যাগ দুধ দি‌য়ে গোসল ক‌রে নি‌ষিদ্ধ ছাত্রলীগ থে‌কে পদত্যাগ

গোপালগঞ্জ: গোপালগঞ্জে দুধ দিয়ে গোসল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফাইম ভুঁইয়া। শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া গ্রামের নিজ বাড়িতে ১০ লিটার দুধ দিয়ে গোসল করে তি‌নি পদত্যাগের ঘোষণা দেন।

 

ফা‌হিম ভুঁইয়া সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দা‌য়ি‌ত্বে ছি‌লেন।  

তি‌নি বলেন, গত বছর না জা‌নি‌য়ে আমাকে চন্দ্রদিঘলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রাখা হয়েছে। সম্প্রতি বিষয়টি আমার নজরে আসলে আজকে আমি দুধ দিয়ে গোসল করে পদত্যাগ করলাম।

তিনি আরও বলেন, এখন থেকে আমার সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।