ঢাকা, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

সারাদেশ

মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ উপকরণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১০, জুলাই ২৪, ২০২৫
মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ উপকরণ বিতরণ

মাগুরা: প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যেগে মাগুরায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ট্রাইসাইকেলসহ সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ উপকরণ বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। তিনি প্রতিবন্ধীদের মাঝে এ উপকরণ বিতরণ করেন।

বিতরণ করা উপকরণের মাঝে রয়েছে সদর উপজেলায় হুইল চেয়ার ৩২টি, ট্রাইসাইকেল দুটি, আক্সলি ক্র্যাস দুটি, শ্রীপুর উপজেলায় হুইল চেয়ার দশটি, ট্রাইসাইকেল একটি, মহম্মপুর উপজেলায় হুইল চেয়ার ২০টি, ট্রাইসাইকেল দুটি, স্মার্ট সাদাছড়ি একটি, শালিখা উপজেলা হুইল চেয়ার দশটি, ট্রাইসাইকেল তিনটি।

এছাড়া, মাগুরা পৌরসভায় হুইল চেয়ার আটটি, ট্রাইসাইকেল দুটি, আক্সলি ক্র্যাস তিনটি বিতরণ করা হয়।

মোট হুইল চেয়ার ৮০টি, ট্রাইসাকেল দশটি, অক্সালারি ক্র্যাস চারটি, স্মাট সাদাছড়ি দুটি, অ্যাবোক্র্যাস একটি, কর্নার চেয়ার একটি ও ফ্লোর্ডি ওয়াকার একটি বিতরণ করা হয়।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।