ঝিনাইদহের মহেশপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে পাটক্ষেত থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৩ জুলাই) দুপুরে মহেশপুর ৫৮ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে।
বিজিবি সূত্র জানায়, সোমবার (২২ জুলাই) রাত ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং সামান্তা বিওপির একটি যৌথ বিশেষ টহল দল উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের সীমান্ত পিলার ৫৯/৩-এস থেকে ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অবস্থান নেয়। সেখানে স্থানীয় জুলু মিয়ার পাটক্ষেতের আইলের পাশে সন্দেহজনক বস্তু নজরে আসে টহল দলের। পরে তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল (যুক্তরাষ্ট্রে তৈরি), দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি পাওয়া যায়।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মুন্সী ইমদাদুর রহমান জানান, দেশের অভ্যন্তরে চোরাচালান ও অস্ত্র-গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সবসময় কঠোর নজরদারিতে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে সফলতা এসেছে।
তিনি আরও জানান, জব্দকৃত পিস্তল ও গুলি আইনি প্রক্রিয়া শেষে মহেশপুর থানায় হস্তান্তর করা হবে।
এদিকে সীমান্ত এলাকায় অস্ত্র জব্দের ঘটনায় স্থানীয়দের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিলেও বিজিবির দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এসআরএস