রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। তাই এদিন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) লক্ষ্মীপুর ও নোয়াখালীতে পূর্ব নির্ধারিত পদযাত্রা ও সমাবেশ স্থগিত করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের হলরুমে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, বিমান দুর্ঘটনায় মঙ্গলবার সারাদেশে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হবে। তাই এদিনের নোয়াখালী এবং লক্ষ্মীপুরে এনসিপির সব কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। আগামী ৩১ জুলাই সারাদেশে এনসিপির পদযাত্রা শেষে আগস্টের প্রথম সপ্তাহে নোয়াখালী ও লক্ষ্মীপুরের কর্মসূচি পালন করা হবে।
তিনি জানান, বিমান দুর্ঘটনায় হতাহতে আমরা গভীর শোকাহত। দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় এনসিপির পক্ষ থেকে মেডিকেল টিম গঠনসহ বিভিন্ন সহযোগিতা করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে আমরা আহতদের সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাই।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের যুগ্ম আহ্বায়ক আরমান হোসেন, জেলা কমিটির আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
আরএ