ঢাকা, শুক্রবার, ২০ ভাদ্র ১৪৩২, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

আ. লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে: রহমাতুল্লাহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৪, সেপ্টেম্বর ৪, ২০২৫
আ. লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে: রহমাতুল্লাহ

আওয়ামী লীগ সবসময় ভিন্ন ধর্মাবলম্বী ও শ্রমিকদের অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল জেলা অটো টেম্পো ও আলফা মাহিন্দ্রা মিশুক এলপিজি-সিএনজি থ্রি হুইলার শ্রমিক ইউনিয়ন ও বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়কালে প্রধান অতিথি হিসেবে এ মন্তব্য করেন তিনি।

 

রহমাতুল্লাহ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সনাতন ধর্মাবলম্বীসহ ভিন্ন ধর্মাবলম্বী গোষ্ঠীকে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করেছে। রাষ্ট্র ক্ষমতায় থেকে তাদের ঘর-বাড়ি ও মন্দিরে হামলা করে জায়গা-জমি দখল করেছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্যে বারবার ব্যবহার করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। অথচ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কখনো কোনো  ধর্মকে ব্যবহার করে না। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে সেই ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে। কারণ বিএনপি বিশ্বাস করে সকল ধর্মাবলম্বীদের সংবিধান সমানভাবে তাদের অধিকার নিশ্চিত করেছে। এক্ষেত্রে তাদের অধিকারে যারা বাধা প্রধান করে তারাই হচ্ছে ধর্মবিরোধী গোষ্ঠী। বিএনপি ক্ষমতায় এলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকে।

এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ শ্রমিকদের বারবার রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছে বলে মন্তব্য করে রহমাতুল্লাহ বলেন, শ্রমিকদের কোনো কল্যাণে নয়, দলীয় স্বার্থে বিভিন্ন সময় শ্রমিকদের দিয়ে ফায়দা লুটেছে আওয়ামী লীগ। অথচ তাদের কল্যাণ ও পুনর্বাসনে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি তারা। আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার আলোকে রাষ্ট্র মেরামত করে শ্রমিকদের মানসম্মত অধিকার নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

সনাতন ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জাহিদুর রহমান রিপন, মহানগর হিন্দু, বৈদ্য, খ্রিস্টান কল্যাণফ্রন্টের সাধারণ সম্পাদক কানু সাহা, কাশিপুরের বিশ্বাস বাড়ি দুর্গা মন্দিরের সভাপতি অরুণ মিস্ত্রি, শ্রী শ্রী জয় দুর্গা ও কামেশ্বর মাতা মন্দিরের সভাপতি জগদীশ চন্দ্র বৈদ্য, কলস গ্রামের সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের উপদেষ্টা স্বপন কুমার রায়, সঞ্জয় কুমার রায় (সাধারণ সম্পাদক, কলস গ্রাম সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির) তাপস কুমার রায় (কলস গ্রাম উপদেষ্ট সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির),  জয়ন্ত লাল (যুগ্ন সাধারন সম্পাদক বরিশাল মহানগর হিন্দু বৈদ্য খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট), রিপন মজুমদার (সভাপতি, রাধা গোবিন্দ মন্দির স্ব-রোড), সুজন বসু (সাধারণ সম্পাদক, কালীগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্দির), অনিক দেবনাথ, পিন্টু দাস (সাধারণ সম্পাদক, সর্বজনীন রাধা গোবিন্দ মন্দির) শ্রমিকদের সাথে পৃথক মতবিনিময় সভায় এ সময় শ্রমিক ইউনিয়নের পক্ষে উপস্থিত ছিলেন।  

এমএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ