ঝিনাইদহ: জেলার মহেশপুর উপজেলার সীমান্তের পলিয়ানপুর এলাকা থেকে ৩টি স্বর্ণের বার জব্দসহ আমিরুল ইসলাম (৫৫) নামে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দ স্বর্ণের তিনটি বারের সর্বমোট ওজন ৩৪৯ দশমিক ৮০ গ্রাম।
শুক্রবার (০৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটক আমিরুল ইসলাম মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আকামউদ্দিনের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তের পলিয়ানপুর বিওপি বিজিবির টহল দল বেলা ১১টার দিকে সীমান্ত এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ৬০/১০৫-আর সংলগ্ন খোসালপুর গ্রাম থেকে তিনটি স্বর্ণের বারসহ আমিরুল ইসলামকে আটক করে বিজিবি।
জব্দ স্বর্ণ ঝিনাইদহ জেলা সরকারী কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম চলছে। এ ছাড়া আটক আমিরুল ইসলামকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, স্বর্ণের বারসহ আটক আমিরুল ইসলামের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরএইচ