সিরাজগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেছেন, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবারের নির্বাচন হবে সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি দল পিআর নাকি জিআর পদ্ধতির কথা বলে, জনগণ পিআর জিআর কিছু বোঝে না। তারা বলে পিআর ছাড়া নির্বাচনে যাবে না। আবার তলে তলে ঠিকই নির্বাচনের প্রস্তুতি নেয়। বেহেশতের টিকিট বেঁচে।
বাচ্চু আরও বলেন, ত্যাগী নির্যাতিত নেতারাই নির্বাচনে মনোনয়ন পাবেন। আমাদের নেতা তারেক রহমান সব খবর রাখেন। যারা ১৭ বছর জেল জুলুম উপেক্ষা করে মাঠে থেকেছেন তারেক রহমান তাকেই মূল্যায়ন করবেন।
এর আগে বিকেল ৫টায় সাইদুর রহমান বাচ্চু এবং উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি পৌর শহর প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উল্লাপাড়া মার্চেন্ট পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কে এম শরফুদ্দিন মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেন।
সমাবেশে সাবেক আহ্বায়ক আব্দুল ওয়াহাব, যুবদলের সাধারণ সম্পাদক নিক্সন কুমার আমিনসহ নেতারা বক্তব্য রাখেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, আলমগীর আলম, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, সহ-দপ্তর সম্পাদক শেখ এনামুল হকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে নাদিরা, নাসিরসহ জাতীয় পর্যায়ের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেএইচ